Urethra is the channel which drains urine from the urinary bladder to outside the body. It is very important and an essentialnorgan of the body. When it gets narrowed or constricted it is called stricture urethra.
What are the synptoms of stricture urethra?
The urine flow starts reducing and in advanced cases the urine may stop completely. After a while thr urinr starts stagnating in thr bladder and may cause back pressure damage to the kidneys as well.
How do we diagnose it?
We diagnose it initially by an usg kub and uroflow test. We are able to detect reduced urine flow and increased residual urine.Specific tests are ascending urethrogram. Which is an xray test wherein dye is inserted into the urethra and an xray is taken to show the extent and location of the construction.
How do we treat it?
If the blocakge is short segment and minor then we perform a laser incision surgery. This surgery provides immediate relief and the patient remains on maintenance by dilatation.
Specific tests are ascending urethrogram. Which is an xray test wherein dye is inserted into the urethra and an xray is taken to show the extent and location of the construction.
However if the stricture is longer and more severe then urethroplasty is the best surgery. This is a reconstructive surgery, where in the stricture segment is dissected and then repaired. We can harvest a part of the imner lining of the cheek, the pink wet mucosa inside the cheek. And then implant it inside the urethra to augment the urethra.
What is the follow up of this procedure?
The patient needs to remain on 5 year follow up and needs to also perform intermitted self dilatations at home. Then the patient can be assured of excellent quality of life
আমি মোহাম্মদ হাফিজুর রহমান, আমার বাড়ি বাংলাদেশ। আমি দীর্ঘদিন একটি কঠিন জটিল রোগে ভুগছিলাম। আমি ৩০ বছর আগে এক্সিডেন্ট করেছিলাম, তারপর প্রস্বাব বন্ধ হয়ে যায়, তারপর বনগাঁর এক ডাক্তার দেখিয়ে কোনোরকম প্রস্বাব ওতো ক্লিয়ার আসেনা, এই ভাবে চলে ২০-২৫ বছর কষ্টে কেটে যায়, এরপর দেখি আমার প্রস্বাবে ইনফেকশন অনেক এবং আবার প্রস্বাব প্রায় বন্ধ হয়ে আসে। এর পর আমি *ইন্ডিয়া তে কোলকাতা তে আসি। এসে NKPC কিডনি ক্লিনিক এ সন্ধান পাই এবং সেখানে DR. অভিষেক মুখার্জী সন্ধান পাই এবং ওনার শরণাপন্ন হই, উনি আমাকে একটা পরীক্ষা করেন এবং বলেন যে দেখো হাফিজুর তুমি যে ৩০ বছর আগে এক্সিডেন্ট করেছিলে সেই এক্সিডেন্ট এর পরে তোমার প্রস্বাব নালীর পাশে যে হার ( অস্থি/BONE ) থাকে সেটা প্রস্বাব নালী কে চেপে ধরেছে এবং সেখানে বাধা সৃষ্টি করে কিডনির উপর প্রেসার করছে, এর জন্য অতি শ্রীঘ্রই একটা অপারেশন করতে হবে, এর না হলে কিডনির ক্ষতি হতে পারে। এবং DR অভিষেক মুখার্জী স্যার এর সব থেকে বেশি ভালো লাগলো উনি বলেছিলেন তুমি যদি আমার ভাই হতে তাহলে তোমার অপারেশন আমি আজকেই করতাম। এতো সুন্দর কথা শুনে আমি তড়িঘড়ি করে বাংলাদেশ ফিরে আসি এবং সমস্ত ব্যবস্থা করে রোজা রমজানের সময়ে ইন্ডিয়া যাই এবং NKPC কিডনি ক্লিনিক এ ভর্তি হই। এর পর ডাক্তার বাবু আমার অপারেশন এর ব্যবস্থা করেন, এবং উনি ওনার টিম নিয়ে টানা ৬ ঘন্টা অপারেশন করেন, উনি সময় নিয়ে আমার দীর্ঘদিনের জটিলতা দূর করেন। আমি আজ সম্পূর্ণ মুক্ত সেই জটিল রোগ থেকে, ডাক্তার বাবু বলতেন তুমি আল্লার উপর ভরসা রাখো এবং ডাক্তার বাবু আমাকে সবসময় মনে জোর দিতেন। আমি যতদিন হাসপাতাল এ ছিলাম আমার যেহেতু জটিল রোগ যাতে আমার মন না ভেঙে যায়, তাই আমার মনে আনন্দ দিয়ে রাখতেন, আমাকে NKPC কিডনি ক্লিনিক এ যা ফেসিলিটি দেওয়ার হয়েছিলো তা যদি সম্পূর্ণ চার্জ করা হতো আমার অনেক লক্ষ লক্ষ্য টাকা বেরিয়ে যেতো, আমাকে ডাক্তার বাবু অনেক টাকার ছাড় দিয়েছেন, আল্লার মেহেরবানীতে ডাক্তার বাবু আমার প্রস্বাব নালীর রাস্তা খুব ভালো করে দিয়েছেন। NKPC তে এসে আমার চিকিৎসা খুব ভালো হয়েছে, তাই যাদের প্রস্বাব, কিডনি সার্জারি প্রয়োজন তারা NKPC কিডনি ক্লিনিক এ আসতে পারেন, আজ এতো আনন্দ লাগছে মনে হচ্ছে আজ আমার ঈদ এর দিন,