" "

কিডনি ক্যান্সারের উন্নতম চিকিৎসা

  • Home
  • কিডনি ক্যান্সারের উন্নতম চিকিৎসা

কিডনি ক্যান্সারের উন্নতম চিকিৎসা

কিডনি ক্যান্সার কি হয়?

 

কিডনি আমাদের শরীর এর ফিল্টার ,এবং আমাদের শরীরের রক্ত পরিষ্কার রাখার দায়িত্ব কিডনির। কিডনি তে ক্যান্সার বেশ কমন অসুখ, এবং এটি  মধ্য বয়সী  পুরুষের ক্ষেত্রে বেশি পাওয়া যায়।

ক্যান্সার কেনো হয়?

ক্যান্সার হওয়া সব সময়ে কারণ পাওয়া যায় না, কিন্তু সিগারেট বা ধূমপান এই রোগের একটা বিশেষ কারণ, কিছু পরিবারেও ক্যান্সার হওয়ার প্রবণতা দেখা যেতে পারে।

ক্যান্সারের উপসর্গ কি

ক্যান্সারের শুরু শুরুতেই কোনো উপসর্গ থাকেনা। কিন্তু ক্যান্সার বড়ো হলে প্রস্রাবে রক্ত পাত দেখা যেতে পারে। আরো বড় ক্যান্সার হলে পেশেন্ট পেটে ব্যথা অথবা, ভার ভার অনুভব করাও বলতে পারে।

ক্যান্সার কি পরীক্ষা দ্বারা diagnose হয়?

সবচেয়ে প্রথম পরীক্ষা হোলো আল্ট্রাসোনোগ্রাফি, কিন্তু পারফেক্ট diagnose করার জন্য CT scan লাগেই। কন্ট্রাস্ট ct স্ক্যান
Whole বডি পরীক্ষা করে ক্যান্সার কত স্প্রেড করেছে সেই বিষয় সঠিক নির্ণয় দেয়

কিডনি ক্যান্সারের বেস্ট চিকিৎসা কি

কিডনি ক্যান্সারের বেস্ট চিকিৎসা হোলো ক্যান্সার সার্জারি করে মুক্তি করা। ক্যান্সার সার্জারি আজকের দিনে বেস্ট লাপারোস্কোপি দ্বারায় করা হয়। বিনা কাঁটা ছেড়া করেই ক্যান্সার মুক্তি করা যায়

ক্যান্সার ৪সেন্টিমিটার এর চেয়ে ছোট হলে কি করা হয়

ক্যান্সার যখন স্টেজ ১ এ থাকে তখন আমরা ক্যান্সার মুক্তি করতে পারি বাকি কিডনি টা বাঁচিয়ে রেখে। এই অপারেশন টা কে বলে নেফরণ স্পেয়ারিং সার্জারি, আজকের দিনে এই অপারেশন আমরা পেট না কেটেই করি। যাতে পেশেন্ট দ্রুত স্বাস্থ লাভ করে।

কিডনি ক্যান্সার হলেই ভয় পাবেন না, চিকিৎসা আছে, দেরি করবেন না, যতো শীঘ্র সম্ভব একজন দক্ষ Uro ক্যান্সার সার্জন এর শরণাপন্ন হবেন।

ভালো থাকবেন সুস্থ থাকবেন