" "
Contact Us
Monday - Sunday
প্রোস্টেট গ্ল্যান্ড যখন ভীষণ ফুলে ওঠে বা বেশি অবরোধ করে তখন ঔষুধ দিয়ে চিকিৎসা সম্ভব হয়না।
এই পরিস্থিতি তে আজকের দিনে সবচেয়ে উন্নত চিকিৎসা হোলো লেজার প্রোস্টেট সার্জারি।
এই সার্জারি তে হলমিয়াম লেসার দিয়ে প্রোস্টেটকে পূর্ণ মুক্ত করে দেওয়া যায়।