প্রোস্টেট গ্ল্যান্ড একটা প্রজনন অঙ্গ যেটা পুরুষেই অবস্থিত থাকে। এটা প্রস্রাবের রাস্তা টিকে ঘিরে থাকে.
প্রোস্টেট গ্ল্যান্ড এর সমস্যা কখন হয়?
যখন পুরুষের বয়েস ৪০ বছর পেরিয়ে যায় তখন প্রোস্টেট ফুলতে শুরু করে প্রস্রাবের রাস্তা অবরোধ করতে শুরু করে.
প্রোস্টেট গ্লান্ডের ওষুধ দিয়ে চিকিৎসা।
tamsulosin জাতীয় ওষুধ তখন ব্যবহার করা যায় যখন প্রোস্টেট গ্লান্ডের আকৃতি ৪০ গ্রাম এর কম, এবং বিশেষ প্রস্রাব জমছে না। এবং প্রস্রাব এর গতি বিশেষ কমেনি।
প্রোস্টেট গ্ল্যান্ড এ বেশি বাঁধা থাকলে কি চিকিৎসা?
প্রোস্টেট গ্ল্যান্ড যখন ভীষণ ফুলে ওঠে বা বেশি অবরোধ করে তখন ঔষুধ দিয়ে চিকিৎসা সম্ভব হয়না। এই পরিস্থিতি তে আজকের দিনে সবচেয়ে উন্নত চিকিৎসা হোলো লেজার প্রোস্টেট সার্জারি। এই সার্জারি তে হলমিয়াম লেসার দিয়ে প্রোস্টেটকে পূর্ণ মুক্ত করে দেওয়া যায়।